সমাবেশের পর এনসিপির গাড়িবহরে হামলা, গোপালগঞ্জ রণক্ষেত্র
অনলাইন ডেস্ক
Publish: Wednesday, 16 July, 2025, 3:46 PM

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার সময় কেন্দ্রীয় নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। শহরের পুলিশের ও স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলছে। বর্তমানে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।
আজ বুধবার (১৬ জুলাই) ৩টার দিক থেকে শহরের লঞ্চঘাট এলাকায় থেকে সংঘাত শুরু হয়। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে কয়েক রাউন্ড বাবার বুলেট ও সাউন্ড ছুড়তে দেখা গেছে। এ সময় নেতা-কর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা গেছে।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: