Publish: Wednesday, 16 July, 2025, 2:18 PM

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে সমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় বেশ কয়েকজন স্থানীয় এনসিপি নেতা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ ৫০–৬০ জন দেশীয় অস্ত্রসহ এসে সেখানে ভাঙচুর, হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
তারা আরো জানান, মঞ্চে থাকা নেতা–কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন। এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি। হামলাকারীরা চলে যাওয়ার পর নেতা–কর্মীরা মঞ্চে ফিরে আসেন।
হামলার ব্যাপারে পুলিশের দায়িত্বশীল কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এনসিপির কেউও এ নিয়ে কথা বলেননি।
এরআগে এনসিপির পদযাত্রা কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে সকালে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে দলটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ইউএনওর গাড়িবহরে হামলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান। ইউএনও জানান, গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির বাম পাশে সাইড গ্লাস ফেটে গেছে। এ ছাড়া গাড়ির চালক হালিম আহত হয়েছেন।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ–কোটালীপাড়া সড়কের কাঠি বাজারে সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়ালের নেতৃত্বে সড়কে কাঠে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করা হয়। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেখানে দেখা গেছে।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। তাঁদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান।
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির আজকের পদযাত্রার কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে উত্তেজনার ছড়িয়েছে গতকাল থেকেই।
ডার্ক টু হোপ/এসএইচ