Publish: Wednesday, 16 July, 2025, 12:54 PM

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে কর্তব্যরত পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়া এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। আহতরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, গাড়ির চালক কাওছার ও পুলিশ সদস্য মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ বিষয় নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানে সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে সমবেত হয়। এ সময় গোপালগঞ্জ টহল পুলিশের একটি টিমকে লক্ষ্য করে হামলা করে তারা। এ ছাড়া পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
খবর পেয়ে যৌথবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ পুলিশ সুপারের মো. মিজানুর রহমান বলেন, তারা কেন এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। তবে আমাদের পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন, একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। আহত ওই তিন পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডার্ক টু হোপ/এসএইচ