রবিবার, ১৩ জুলাই ২০২৫,
২৯ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৩ জুলাই ২০২৫
বাংলাদেশ
বৃষ্টিতে তলিয়েছে সড়ক, জলাবদ্ধতায় নাকাল খুলনাবাসী
খুলনা ব্যুরো
Publish: Tuesday, 8 July, 2025, 1:24 PM

টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সিটি করপোরেশনের দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় এমন জলাবদ্ধতা বলে অভিযোগ নগরবাসীর।

নগরবাসীর অভিযোগ, অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে বর্ষা হলেই হাঁটুপানি জমে। আর এখন বর্ষাকালে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। জলাবদ্ধতায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে স্কুল, কলেজ কিংবা কর্মস্থলে সময়মতো যাওয়া সম্ভব হচ্ছে না। অনেক এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে মালপত্রও নষ্ট হচ্ছে। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এমন বেহাল দশা নগরীর। বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। এটি নতুন কিছু না।

সোমবার (৭ জুলাই) বিকেল থেকে ও মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত টানা বৃষ্টিপাতে এমন সমস্যা তৈরি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতে নগরীর টুটপাড়া, রয়েল মোড়, মিস্ত্রিপাড়া, খালিশপুর, নিউ মার্কেট এলাকা, বাস্তুহারা এলাকা, শান্তিধাম মোড়, দিলখোলা রোড, পূর্ব বানিয়া খামার, বসুপাড়া, ফুলবাড়ি গেট, আলমনগর, মুজগুন্নি আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। রুপসা এলাকার বিভিন্ন অলিগলিতে হাঁটুপানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন পথচারী ও সাধারণ মানুষ। যানবাহন চলাচলেও ভোগান্তিতে পড়েছেন অনেকে।

কেসিসি সূত্রে জানা যায়, খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। যাতায়াতের জন্য সড়ক রয়েছে প্রায় ১ হাজার ২১৫টি। পানি নিষ্কাশনের জন্য খাল রয়েছে ১৩টি। ড্রেন রয়েছে প্রায় ৫৪২ কিলোমিটার। ড্রেন ও খাল সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে ২০১৮-১৯ অর্থবছরে সিটি করপোরেশন ৮২৩ কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ ও ৬৬০ কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও উন্নয়নে কাজ শুরু করে। সব মিলিয়ে জলাবদ্ধতা নিরসনে গত পাঁচ বছরে এই দুই প্রকল্পে প্রায় ১ হাজার ৪৮৩ কোটি টাকার প্রকল্প ব্যয় ধরা হয়। যার মধ্যে অধিকাংশ কাজ শেষ। কিছু কাজ চলমান রয়েছে।

বয়রা মুজগুন্নি এলাকার বাসিন্দা কামরুল হাসান বলেন, সামান্য বৃষ্টিতে হাঁটুপানি ওঠে, আর এখনতো বর্ষাকাল। আবাসিক এলাকার অনেক রাস্তা আর ড্রেন পানিতে এক হয়ে গেছে। জনগণের ভোগান্তিতো সিটি করপোরেশন লাঘব করতে পারছে না। এবার মনে হচ্ছে জলাবদ্ধতার সমস্যা আরও বেড়েছে। আমরা এ সমস্যা নিরসন চাই।

কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার বলেন, জলাবদ্ধতার সমস্যা সমাধানে ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন চলছে। আমরা যতই ড্রেন নির্মাণ করি, যদি আবর্জনা পরিষ্কার না হয়, জলাবদ্ধতা কমবে না। নতুন একটি প্রকল্পে স্লুইচ গেট ও পাম্প হাউস বসানোর পরিকল্পনা আছে। এটি বাস্তবায়ন হলে পরিস্থিতি উন্নতি হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় আরো শতাধিক ফিলিস্তিনি নিহত
আড়াই মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা চালাল বিক্ষুব্ধ নেতাকর্মীরা
মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ২৩
ইইউ-মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝