রাজধানীর যাত্রাবাড়ীতে মশার কয়েল ধরাতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা-বাবার পর অবশেষে শিশু রাফিয়াও (সাড়ে ৩ বছর) মারা গেছে। এ নিয়ে একই পরিবারের তিনজনেরই মৃত্যু হল।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাফিয়া মারা যায়।
আজ শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
শাওন বিন রহমান বলেন, আইসিইউতে ৯০ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসা নিতে থাকা শিশু রাফিয়া রাত সাড়ে ৩টার দিকে মারা যায়। এরআগে বৃহস্পতিবার বিকেলে শিশুর মা ইতি বেগম (৪৫ শতাংশ দগ্ধ) ও সন্ধ্যার দিকে বাবা মো. রিপন (৭০ শতাংশ দগ্ধ) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়কের গলির ভেতর একটি বাসার ছয়তলার নিচ তলায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসে।
ডার্ক টু হোপ/এসএইচ