ইরানের রাজধানী তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। এই হটলাইনের মাধ্যমে ইরানে বসবাসরত বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা ও ক্ষয়ক্ষতির তথ্য জানাবে দূতাবাস ।
তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে রোববার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
নম্বরগুলো হলো— + ৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫।
জানা গেছে, ইরানে প্রায় ৬৬ জন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। দূতাবাসের তালিকায় রয়েছে ৬৭২ জন বাংলাদেশি নাগরিক। তবে তালিকার বাইরে প্রায় ১৪ হাজার বাংলাদেশি রয়েছেন। এদের বেশিরভাগই থাকেন তেহরান থেকে ১ হাজার ২০০ কিমি দূরে। সেখানে আক্রমণের খবর এখনো পাওয়া যায়নি।
ডার্ক টু হোপ/এসএইচ