রবিবার, ১৩ জুলাই ২০২৫,
২৯ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৩ জুলাই ২০২৫
প্রবাস
কানাডায় নৌকাডুবিতে প্রাণ গেল বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর
অনলাইন ডেস্ক
Publish: Monday, 9 June, 2025, 1:38 PM

কানাডার অন্টারিও প্রদেশে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। স্থানীয় সময় রোববার (৮ জুন) বিকেলে প্রদেশটির একটি হ্রদে নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং দেশের পোশাক খাতের প্রখ্যাত উদ্যোক্তা ও বিজিএমইএর সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব।

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে কানাডার অন্টারিও প্রাদেশিক পুলিশ এবং বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির। জানা যায়, দুর্ঘটনাটি ঘটে অন্টারিওর একটি কটেজ এলাকায় অবস্থিত হ্রদে, যেখানে বন্ধুবান্ধবদের নিয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন তারা।

প্রাথমিক তদন্তে অন্টারিও পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে থাকা কারও শরীরেই লাইফ জ্যাকেট ছিল না। তাছাড়া হ্রদের পানির আচমকা রুক্ষ আচরণ এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি এ নৌকাডুবির জন্য দায়ী হতে পারে বলে ধারণা করছে তারা। আরও বলা হয়েছে, তদন্ত এখনো চলছে এবং অন্যান্য সম্ভাব্য কারণগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

নিহত ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ বিমানে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে তার সততা, দক্ষতা এবং দায়িত্বশীলতার জন্য তিনি সহকর্মীদের মধ্যে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

অপরদিকে, আব্দুল্লাহ হিল রাকিব ছিলেন দেশের পোশাক শিল্পের একজন সুপরিচিত উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা। তিনি টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন টানা দুটি মেয়াদে (২০১৩-২০১৫ এবং ২০১৫-২০১৭)। পোশাক খাতে তার প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং শ্রমিকবান্ধব ব্যবস্থাপনা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। দেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে তার অবদান অস্বীকার করার উপায় নেই।

দুই গুণী ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কানাডা প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং দেশের অভ্যন্তরে— বিশেষ করে বিমান, ব্যবসায়ী ও পোশাকশিল্প সংশ্লিষ্ট মহলে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা চালাল বিক্ষুব্ধ নেতাকর্মীরা
মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ২৩
ইইউ-মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে সরকার: তারেক রহমান
চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
প্রবাস- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝