বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫,
৩ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
জাতীয়
রেকর্ড ভেঙে পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়
নিউজ ডেস্ক
Publish: Friday, 6 June, 2025, 11:05 AM

পদ্মা সেতুতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার রেকর্ড টোল আদায় হয়েছে। সর্বোচ্চ টোল আদায়ই এটি।

শুক্রবার (৬ জুন) পদ্মা সেতু কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সব গাড়ি থেকে টোল আদায় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা। যা একদিনে সর্বোচ্চ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ গণমাধ্যমকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে প্রবেশ করেছে ৩৫ হাজার ৯৮৫ যানবাহন। এতে মাওয়ায় টোল প্লাজায় টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা। ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নভাবে বাড়ি ফেরার ক্ষেত্রে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

এদিকে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এতে এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা।

যাত্রী ও কয়েকজন বাসচালক জানান, বৃহস্পতিবার সারাদিন যানজট ছিল। রাতে আবার কয়েক জায়গায় বিভিন্ন ধরণের গাড়ি বিকল হয়ে যায়। এতে যানজটের ভোগান্তি আরও বেড়ে যায়। এদিকে যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী-পুলিশ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

সচিবালয়ে আন্দোলনকারী ১৪ কর্মচারী বরখাস্ত
প্রাথমিকের ‘মেধা যাচাই পরীক্ষা’ স্থগিত
বংশালে বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব
‘ক্যান্ডি শপ’ নিয়ে বিতর্কে নেহা
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝