রবিবার, ১১ মে ২০২৫,
২৮ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১১ মে ২০২৫
বাংলাদেশ
মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
মৌলভীবাজার প্রতিনিধি
Publish: Monday, 7 April, 2025, 1:04 PM

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়া (৩৮) নিহত হয়েছে। নিহত আইনজীবী মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজার জেলা বারের আইনজীবী ও সরকারি সহকারী আইনজীবী এসএএম হাবিবুল্লাহ বলেন, অ্যাডভোকেট সুজন মিয়া আমার বন্ধু। আমরা এক সঙ্গে বার কাউন্সিলের সনদ হই। ওনাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই আইনজীবী বলেন, আমরা প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। আজ মৌলভীবাজার জেলা জজ আদালতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে আগামীকাল মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

জানা যায়, রাতে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাস ভবনের ফুচকার দোকানের সামনে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া। সেখানে রাত সাড়ে ১১টার দিকে ৫-৬ জনের দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আজ শুভ বুদ্ধপূর্ণিমা
আজ যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, কাল বিএনপিকেও নিষিদ্ধ করবে: গয়েশ্বর
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলো সরকার
যুদ্ধবিরতির মধ্যেই কাশ্মীরে বিস্ফোরণ, চুক্তির অনিশ্চয়তা
চট্টগ্রামে বিএনপির সমাবেশে যা বললেন তামিম ইকবাল
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝