Publish: Saturday, 10 May, 2025, 9:28 AM

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এ কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করেন তারা। অবরোধ কর্মসূচি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। পরে হাইওয়ে ও থানা-পুলিশের অনুরোধে তারা মহাসড়ক থেকে সরে যান। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদর থেকে উভয় দিকে কমপক্ষে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সীতাকুণ্ডের বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা সড়কে বসে স্লোগান দিতে থাকেন। এমনকি তারা সড়কের ওপর বেঞ্চসহ নিজেরা বসে গাড়ি চলাচল বন্ধ করে রাখেন। দীর্ঘ দেড় ঘণ্টা ধরে চলে এ কর্মসূচি। এতে সড়কের উভয় পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর বলেন, শুক্রবার রাতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলে নেওয়ার পর পুলিশ এ যানজট নিরসনের কাজ শুরু করে।
সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাত পৌনে ৯টার দিকে অবরোধ কর্মসূচি পালন শুরু করে। অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক প্রায় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ডার্ক টু হোপ/এসএইচ