মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
বিনোদন
ফের বড় পর্দায় সালমান শাহর তিন সিনেমা
বিনোদন ডেস্ক
Publish: Sunday, 25 January, 2026, 9:37 PM

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম সময়ের গণ্ডি ছাড়িয়ে যায়। সেই তালিকায় চিত্রনায়ক সালমান শাহ নিঃসন্দেহে এক অনন্য অধ্যায়। প্রায় তিন দশক আগে তিনি চলে গেলেও দর্শকের আবেগ, ভালোবাসা আর স্মৃতিতে এখনও সমানভাবে জীবন্ত।

প্রজন্মের পর প্রজন্মের কাছে তার সিনেমা মানেই আলাদা এক অনুভূতির নাম। আজও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে নিয়মিতভাবে প্রদর্শিত হয় তাঁর অভিনীত চলচ্চিত্র, যা তাঁর জনপ্রিয়তার স্থায়িত্বেরই প্রমাণ।

এই আবেগকে ঘিরেই পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস আয়োজন করেছে বিশেষ সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। ‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগে বড় পর্দায় দেখানো হচ্ছে অভিনেতার দর্শকপ্রিয় তিনটি সিনেমা– ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। সিনেমা তিনটি পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ।

লায়ন সিনেমাস কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় জানায়, সালমান শাহ ছিলেন এমন একজন নায়ক, যিনি শুধু সফল সিনেমা উপহার দেননি; বরং পুরো একটি প্রজন্মের রুচি ও ভাবনায় প্রভাব ফেলেছেন। তাঁর অভিনয় ও ব্যক্তিত্ব আজও সিনেমাপ্রেমীদের আবেগাপ্লুত করে।

জানা গেছে, প্রতিদিন প্রতিটি চলচ্চিত্রের দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। বিশেষ এই আয়োজন চলবে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত। বড় পর্দায় আবারও প্রিয় নায়ককে দেখার সুযোগ পেয়ে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝