বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)।
দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বুধবার (২১ জানুয়ারি) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
সনি রহমান বলেন, জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। জানা গেছে, ক্যানসারের পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন। জীবদ্দশায় তিনি দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।
১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা। ৮০ দশকে জনপ্রিয় চিত্রনায়কদের মধ্যে অন্যতম তিনি। এছাড়াও নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসেবে সুখ্যাতি রয়েছে তার।
ইলিয়াস জাভেদের জন্ম আফগানিস্তানে, ১৯৪৪ সালে। পরে পেশোয়ার হয়ে পাঞ্জাবে আসেন। শৈশব থেকে অভিনয় করা ইচ্ছা ছিল তার। এ নিয়ে ধর্মপরায়ণ বাবার সঙ্গে দ্বন্দ্ব বাধে তার। একপর্যায়ে পাঞ্জাব ছেড়ে ঢাকায় চলে আসেন জাভেদ।
ডার্ক টু হোপ/এসএইচ