মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
দেয়ালের নিচে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু, আহত আরো ২ শিশু
সিরাজগঞ্জ প্রতিনিধি
Publish: Sunday, 25 January, 2026, 9:13 PM

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি হাটে হাত ধোয়ার বেসিন ভেঙে দেয়ালের নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের চর শৈলাবাড়ী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান হোসেন (৫) ও একই গ্রামের সজিব সেখের মেয়ে দেড় বছর বয়সী সুমি খাতুন। আহতরা হলেন, চর শৈলাবাড়ী গ্রামের মেনহাজের ছেলে আবির হোসেন (২) ও একই গ্রামের সামিদল ইসলামের মেয়ে সানজিদা খাতুন (২)।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রোববার দুপুরে শালুয়াভিটা হাটে হাত ধোয়ার জন্য করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি বেসিন নির্মাণ করেছিল। পরিত্যক্ষ সেই বেসিনের ওপর উঠে ৪ শিশু খেলা করছিল। হঠাৎ বেসিনটি ধসে পড়লে তারা দেয়ালের নিচে চাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনরা নিহত শিশুদের বাড়িতে নিয়ে গেছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝