মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
গ্যাস নেই, ভোগান্তিতে বরিশালের থ্রি-হুইলার চালকরা
বরিশাল ব্যুরো
Publish: Monday, 26 January, 2026, 11:34 AM

বরিশালে গ্যাস সংকটে থমকে গেছে সিএনজি চালিত থ্রি-হুইলার। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চালকরা চাহিদা অনুযায়ী এলপিজি গ্যাস পাচ্ছেন না। এতে তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন।

বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকার বাসিন্দা আবু জাফর বলেন, ‘আমি ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত কয়েক দিন ধরে গ্যাস না পাওয়ায় গাড়ি থেমে আছে। জমা টাকা ভেঙে দিন চালাচ্ছি। যদি পুরোপুরি গ্যাস না পাই, তাহলে বড় সমস্যা হবে।’

সরজমিনে শহরের সিএনজি রোড এলাকার কেডি এলপিজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। চালকরা জানিয়েছেন, গত তিন-চার দিন ধরে পর্যাপ্ত গ্যাস নেই। লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অনেক সময় ৪০০ টাকা খরচ করেও প্রয়োজন মতো গ্যাস পাননি।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করেছেন, আমদানি কম থাকার কারণে এই সংকট তৈরি হয়েছে। ‘গ্যাস ঠিকমতো পাওয়া যাচ্ছে না। অনেক দিন পরে পরে গ্যাস আসে,’ তারা জানান।

বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, যদি কোনো ব্যবসায়ী নিজে সমস্যা তৈরি করে এমন পরিস্থিতি সৃষ্টি করে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হবে পরিস্থিতি যাচাই করার জন্য। অনৈতিক কোনো কার্য থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝