Publish: Sunday, 25 January, 2026, 5:10 PM

কুমিল্লার সাংবাদিকতা জগতের অভিভাবক, দৈনিক রূপসী বাংলার সম্পাদক ও সাবেক পৌর কমিশনার বেগম হাসিনা ওহাব আর নেই। আজ রোববার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বেগম হাসিনা ওহাবের ছোট ছেলে ও দৈনিক রূপসী বাংলার বার্তা সম্পাদক আসিফ তরুণাভ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসিনা ওহাব কেবল সাংবাদিকতাতেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি কুমিল্লা পৌরসভার সাবেক কমিশনার এবং জাতীয় মহিলা সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কুমিল্লার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু গভীর শোক প্রকাশ করে বলেন, হাসিনা ওহাব ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী একজন মানুষ। তার মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাবসহ পুরো সাংবাদিক সমাজ একজন অভিভাবককে হারালো।
প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক বলেন, তিনি ছিলেন অত্যন্ত শিষ্টাচারসম্পন্ন ও গুণী সাংবাদিক। দীর্ঘ ৫৪ বছর ধরে প্রকাশিত তার এই পত্রিকা থেকে কুমিল্লার অনেক সংবাদকর্মী তৈরি হয়েছেন। তার চলে যাওয়া সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দৈনিক রূপসী বাংলা দীর্ঘ ৫৪ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। মরহুমার পারিবারিক সূত্র জানিয়েছে, আজ রোববার বাদ জোহর নগরীর বাগিচাগাঁও জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
ডার্ক টু হোপ/এসএইচ