মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
গণমাধ্যম
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর, মহাসচিব খায়রুল
নিউজ ডেস্ক
Publish: Saturday, 10 January, 2026, 6:31 PM

বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের ২০২৬-২৭ নির্বাচনে একের অধিক কোনো প্রার্থী না থাকায় সভাপতি পদে মতিউর ও মহাসচিব পদে খায়রুল নির্বাচিত হয়েছেন। 

২৭টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র পাওয়া যায়। এর মধ্যে একের অধিক কোনো প্রার্থী না থাকায় সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার (দৈনিক জনতা),  ও মহাসচিব পদে মো. খায়রুল ইসলাম (দৈনিক তথ্যধারা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

শনিবার (১০ জানুয়ারি) ঢাকার জয়কালি মন্দিরস্থ হোটেল সুপারে এ ভোটগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পরিষদের মোট ২৭টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র পাওয়া যায়। মনোনয়নপত্র যাচাই বাছাই পর্বে কোন পদে একের অধিক প্রার্থী না থাকায় এবং প্রাপ্ত মনোনয়নপত্রগুলি বৈধ পাওয়ায় মতিউর-খায়রুল পরিষদ বিনা-প্রতিদ্বন্দ্বিতায় তায় নির্বাচিত হয়েছেন। 

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে ২০২৬ ও ২০২৭ সালের জন্য চূড়ান্তভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার (দৈনিক জনতা), সহ-সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল  (দৈনিক নয়া দিগন্ত), মো. আলী আমজাদ মারুফ (দৈনিক ইত্তেফাক), মো. হাবিবুর রহমান তালুকদার (সরাসরি) ও মো. দুলাল মল্লিক (দৈনিক ইত্তেফাক), মহাসচিব মো. খায়রুল ইসলাম (দৈনিক তথ্যধারা), যুগ্ম-মহাসচিব মো. তানভির হোসাইন (দৈনিক শুভ সকাল), সহকারী মহাসচিব মো. হাবিবুল্লাহ হাবিব (দৈনিক সংগ্রাম) ও আসাদুজ্জামান খান সহকারী মহাসচিব (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মো. তরুন খন্দকার রাসেল  (দৈনিক ভোরের আকাশ), সহ-সাংগঠনিক সম্পাদক দেবেন্দ্রনাম মজুমদার (বাংলাদেশ বুলেটিন ), কোষাধ্যক্ষ ইতি আক্তার (ডেইলি প্রেজেন্ট টাইমস)। 

এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন- মো. ফেরদাউস খান  (সি ফিন্যানসিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক  খবির উদ্দিন পাটোয়ারী (হলিডে পোস্ট), আইন বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন (দৈনিক খোলা কাগজ), সাংস্কৃতিক সম্পাদক মো. হাবিবুর রহমান (সরাসরি), মহিলা সম্পাদিকা আবিদা সুলতানা (দৈনিক কালবেলা), ট্রেড ইউনিয়ন সম্পাদক হামিদুর রশিদ খান চঞ্চল (আলোকিত বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য মো. মাহবুব আলম- (দৈনিক সংবাদ)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- মো. সোহেল আহমদ (দৈনিক ইনকিলাব), মো. সাঈদ হাসান খান (আজকালের খবর), মো. খবির উদ্দিন (দৈনিক করতোয়া), মো. আহসান উল্লাহ (দি ডেইলি ট্রাইব্যুনাল), মো. আতাউল করিম আজিম (হলিডে পোস্ট), মো. কাজী কামরুল আহসান, (দৈনিক সংগ্রাম), মোজাম্মেল হাসান শাহীন (দৈনিক খবরের কাগজ), মো রফিকুল ইসলাম (বাংলাদেশ জার্নাল)। 

তিনসদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন- বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি আলমগীর হোসেন খান, সদস্য সচিব এ্যাডভোকেট আনোয়ার হোসেন ও সদস্য হিসেবে ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের মহাসচিব মোশতাক আহমদ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
গণমাধ্যম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝