Publish: Sunday, 25 January, 2026, 5:06 PM

বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এম. নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব দাবি তুলেছিল নাজমুলের পদত্যাগের। সেটি অবশ্য হয়নি। উল্টো পদ ফিরে পেলেন তিনি। শনিবার (২৪ জানুয়ারি) বোর্ড সভায় পরিচালকদের সম্মতিতে বিসিবির অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব ফের বুঝিয়ে দেওয়া হয়েছে নাজমুলকে।
নাজমুলের দায়িত্ব ফিরে পাওয়া প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এম নাজমুল ইসলাম তার কাছে যেসব জবাব চাওয়া হয়েছিল, অর্থাৎ বোর্ডের শোকজ নোটিশের যে জবাব, তা শৃঙ্খলা বিভাগে পাঠিয়েছেন। বিসিবির শৃঙ্খলা বিভাগ জানিয়েছে, তার জবাব সন্তোষজনক।’
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সরাসরি কোনো পরিচালককে অপসারণ করতে পারে না। চার বছরের জন্য নির্বাচিত কোনো পরিচালকের পদ কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শূন্য ঘোষণা করা যায়। এর মধ্যে রয়েছে মৃত্যু, মানসিক ভারসাম্য হারানো, শৃঙ্খলাজনিত শাস্তি, দেউলিয়া ঘোষণা হওয়া অথবা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা।
নাজমুলের ক্ষেত্রে এর কোনোটিই না ঘটায় তাকে পদ থেকে সরানো বিসিবির এখতিয়ারের বাইরে। ক্রিকেটারদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে নাজমুলকে শোকজ করেছিল বিসিবি। দেরিতে হলেও সেই শোকজের জবাব দিয়েছেন তিনি।
শুরুটা হয়েছিল তামিম ইকবালের বক্তব্যের পর। সেখান থেকে ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সবমিলিয়ে নাজমুল ইস্যুতে বেশ কিছুদিন সরগরম ছিল ক্রিকেটপাড়া। এমনকি বিপিএলের ম্যাচও বন্ধ ছিল একদিন।
ডার্ক টু হোপ/এসএইচ