মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
খেলাধুলা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 24 January, 2026, 10:07 PM

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির ২০ দিনের আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি হলো। গত ৪ থেকে ২৪ জানুয়ারি—এই সময়টায় উভয়ের মাঝেই একাধিকবার যোগাযোগ হয়েছে। নানা জল্পনা-কল্পনা শোনা গেছে। আজ (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সবকিছুর জল্পনা-কল্পনার ইতি টানল আইসিসি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়ে খেলতে রাজি না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তারা এখন গ্রুপ সি-তে ইংল্যান্ড, নেপাল, ইতালি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সহ-আয়োজক ভারত। কিন্তু বিসিবি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। একইসঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করেছিল।

আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘আইসিসির মূল্যায়নে দেখা গেছে, ভারতে বাংলাদেশের জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই তথ্য এবং সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপের সূচি পরিবর্তন করা সম্ভব নয়।’

গত বুধবার (২১ জানুয়ারি) জরুরি বোর্ড সভা ডেকেছিল আইসিসি। ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, সভায় ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে বাংলাদেশের ভারতে গিয়ে খেলার কোনো বিকল্প নেই বলে জানায় আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় আইসিসি।

বাংলাদেশের কাছে থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানায় আইসিসি। বিবৃতিতে বলা হয়, ‘গত বুধবার বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল নিশ্চিত করার জন্য যে, তারা নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কি না। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিসিবি। ফলে আইসিসি তাদের গঠনতন্ত্র অনুযায়ী বিকল্প দল নির্বাচন করেছে।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝