বাংলাদেশ ভারতে না যাওয়ার নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল বিশ্বকাপে জায়গা পেতে যাচ্ছে স্কটল্যান্ড। অবশেষে হলো তা-ই। আসন্ন ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে খেলবে স্কটল্যান্ড।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা নিশ্চিত করেছে স্কটল্যান্ড। ফলে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের বদলে সি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপালের সঙ্গী হচ্ছে স্কটল্যান্ড।
ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করা বাংলাদেশকে অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত এই পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
ক্রিকবাজ তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্ল্যাডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন হয়েছে।
সূচি অনুযায়ী, বাংলাদেশের ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে নামার কথা ছিল। এখন ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বদলে স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্কটিশরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে দলটি।
ডার্ক টু হোপ/এসএইচ