মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
গাজীপুরে চলন্ত ট্রেনের স্প্রিং খুলে থেমে গেল মাঝপথে
গাজীপুর প্রতিনিধি
Publish: Sunday, 25 January, 2026, 4:36 PM

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহের মহুয়া এক্সপ্রেস ট্রেনের চাকার সঙ্গে যুক্ত একটি স্প্রিং খুলে যাওয়ায় মাঝপথে থেমে গেছে ট্রেনটি। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও একাধিক ট্রেনের সময়সূচিতে মারাত্মক বিঘ্ন ঘটে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে শ্রীপুর ও ইজ্জতপুর রেলস্টেশনের মধ্যবর্তী বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসটির শ্রীপুর রেলস্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল ১০টা ১৭ মিনিট। স্টেশনে পৌঁছানোর প্রায় দুই কিলোমিটার আগেই ট্রেনটি হঠাৎ থেমে যায়। পরে রেলওয়ের কর্মীরা রেললাইনের পাশে পড়ে থাকা ট্রেনের চাকার সঙ্গে যুক্ত খুলে যাওয়া স্প্রিংটি উদ্ধার করেন। স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে আনা জিআই তার দিয়ে সাময়িকভাবে বেঁধে রাখা হয়। প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে আটকে থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে অত্যন্ত মন্থর গতিতে মহুয়া এক্সপ্রেসটি শ্রীপুর রেলস্টেশনে নেওয়া হয়।

এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। একই কারণে ঢাকাগামী ব্রক্ষপুত্র এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। এতে অন্তত তিনটি ট্রেনের চলাচলে সুচির বিঘ্ন ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে তিনি জানতে পেরেছেন। এই ঘটনায় তিনটি ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে বলে তিনি জানান।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝