এবারের বিপিএল ট্রফি নিয়ে আগে থেকেই ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল ছিল। প্রায় ২৫ লাখ টাকা খরচ করে তৈরি করা এই ট্রফিটি ফাইনালের আগে আড়ালে রাখায় ক্রিকেট মহলে নানা আলোচনা চলছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) মহাধুমধামে উন্মোচন করা হলো বিপিএলের ট্রফি।
বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে করে বিপিএলের নতুন ট্রফি নিয়ে মাঠে নামের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
এরপর লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি উন্মোচন করেন বিপিএলের দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (রাজশাহী ওয়ারিয়র্স) আর শেখ মেহেদী (চট্টগ্রাম রয়্যালস)। ট্রফি উন্মোচনের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন মাঠে আসা কয়েক হাজার দর্শক।
প্রসঙ্গত, গত কয়েক আসর ধরেই সমালোচনা হচ্ছিল বিপিএলের ট্রফির ডিজাইন নিয়ে। তাই এবারের বিপিএলে পরিবর্তন আনা হয় বিপিএলের ট্রফির ডিজাইনে।
ডার্ক টু হোপ/এসএইচ