রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৬ জন মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের আওতাধীন আদাবর থানার সুনিবিড় হাউজিং এলাকা এবং মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সুনিবিড় হাউজিং এলাকায় কতিপয় মাদক কারবারি গোপন বৈঠক ও মাদক লেনদেনে জড়িত। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫)। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯টি সিমকার্ড এবং দুটি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিয়মিত মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেনা দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যায়, তবে ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক ও সন্ত্রাস নির্মূলে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
ডার্ক টু হোপ/এসএইচ