মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
খেলাধুলা
বিপিএল ফাইনালে আজ মুখোমুখি চট্টগ্রাম-রাজশাহী
স্পোর্টস ডেস্ক
Publish: Friday, 23 January, 2026, 8:43 AM

আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের। ছয় দল নিয়ে শুরু হওয়ায় টুর্নামেন্টে আজ শিরোপার লড়াইয়ে নামবে চট্টগ্রাম রয়‍্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরে-ই বাংলাদেশ সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে শিরোপার লড়াই।

এর আগে প্রথম পর্ব শেষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম র‍্যায়লস। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ছিল নানান বিতর্ক। বিসিবি দায়িত্ব নেওয়ার পর এবার শিরোপার অন্যতম দাবিদার চট্টগ্রাম। সেসঙ্গে প্রথম বারের মতো শিরোপা ছোঁয়ার হাতছানি বন্দরনগরীর এই ফ্র্যাঞ্চাইজি দলের সামনে। এর আগে ২০১৩ ও ২০১৫ সালে দুবার ফাইনাল খেলেও শিরোপা জয়ের স্বাদ পায়নি চিটাগং কিংস। নতুন নামে এবার শিরোপা জয় করতে পারে কিনা বন্দরনগরীর দল, সেটি নিয়ে হচ্ছে আলোচনা।

ফাইনালের আগে গতকাল অনুশীলন করেছেন শেখ মেহেদি, শরিফুল, নাঈম শেখরা। অনুশীলন শেষে সংবাদসম্মেলনে কথা বলেছেন অধিনায়ক মেহেদি। চট্টগ্রামের অধিনায়ক ফাইনাল ও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বলেন, 'ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না ভাই? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটা যাদের ওপর থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে। সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। তবে আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভেতরে সেই ক্ষুধাটা আছে। হোপ ফর দা বেস্ট! দেখা যাক, কী হয় কালকে।'

টুর্নামেন্টের এখন পর্যন্ত তিন ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম। প্রথম পর্বের দুই ম্যাচে দুই দলের জয় ছিল একটি করে। পরে কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে চট্টগ্রাম। সেই অভিজ্ঞতা থেকে আরেকটি লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা থাকার কথা বললেন শেখ মেহেদি। বলেন, 'বিপিএলে ওয়ান অব দা বেস্ট দল আমার মনে হয় রাজশাহী। খুব ভারসাম্যপূর্ণ দল। সব ডিপার্টমেন্টে রাজশাহীর খুব ভালো প্লেয়ার আছে। তারা পুরো বিপিএলে ভালো ক্রিকেট খেলেছে। রাজশাহী দল সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই বছর।'

অন্যদিকে শুরু থেকে এবারের আসরের অন্যতম ফেভারিট দল ছিল রাজশাহী। টুর্নামেন্ট শুরুর আগে দলটির হেড কোচ হান্নান সরকার জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছেন তারা। মাঠেও সেটার প্রতিফলন দেখেছিলেন ওয়ারিয়র্সরা। তবে শেষ দিকে একাধিক নিউজিল্যান্ড তারকাকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি আরো কয়েক গুণ বাড়িয়েছে রাজশাহী। চট্টগ্রাম বিপিএলে এখনো শিরোপা জয়ের স্বাদ না পেলেও ২০১৯ সালে খুলনা টাইগার্সকে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রাজশাহী।

ফাইনালের আগে গতকাল সন্ধ্যায় সংবাদসম্মেলনে নিজেদের লক্ষ্য জানিয়েছেন রাজশাহীর হেড কোচ হান্নান সরকার। তিনি বলেন, 'ট্রফি ধরার আগে যদি জিজ্ঞাসা আমরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছি আপনাদের সবার কাছে। মূলত সবার আগে খেলোয়াড়দের পাওনা বুঝি দিয়েছে রাজশাহী। বলেন, 'আমাদের প্লেয়ার, ম্যানেজমেন্ট, টিমবয়-সবার ব্যাংক অ্যাকাউন্টে পুরো অর্থ ট্রান্সফার হয়ে গেছে।' সেই সঙ্গে প্রথম বারের মতো হেড কোচের দায়িত্ব পালন করে দলকে নিয়ে গিয়েছেন ফাইনাল। অপেক্ষা এখন কেবল শিরোপার। নিজের দায়িত্ব নিয়ে হান্নান বলেন, হেডকোচ হিসেবে আগে কখনো কাজ করা হয়নি, স্ক্রিনের বাইরে যে সাপোর্ট পেয়েছি; বিশেষ ধন্যবাদ।'

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝