কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক’শ ঘরবাড়ি পুড়ে গেছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভানোর কাজে যোগ দেয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।’
রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা জানান, প্রায় সময় ক্যাম্প অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি বলে জানিয়েছেন তারা।
এদিকে গেল ২৫ ও ২৬ ডিসেম্বর উখিয়ায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় হাসপাতালসহ ৫০টি বসতবাড়ি।
ডার্ক টু হোপ/এসএইচ