মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
কুমিল্লা প্রতিনিধি
Publish: Tuesday, 20 January, 2026, 8:54 AM

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষে জামায়াতের ৫ জন এবং বিএনপির অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন নিজ নিজ দলের নেতারা। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা বাজারে। 

এর আগে রোববার গভীর রাত পর্যন্ত উপজেলার কয়েকটি এলাকায় বিএনপি কর্মীর বাড়িতে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুর এবং জামায়াতের নির্বাচনি কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন। তিনি বলেন, দুদলের মধ্যে ছোটখাটো কিছু ঝামেলা হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এসব ঘটনায় বিএনপি ও জামায়াতের কারও কাছ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামে বিএনপি কর্মী বাচ্চু মিয়ার বাড়িতে কয়েকটি ঘরে দুর্বৃত্তরা ভাঙচুর ও লুটপাট চালায়। বাচ্চু মিয়ার বাড়িতে ভাঙচুরের কিছুক্ষণ পর ধনিজকরা বাজার এলাকায় স্থানীয় বিএনপির কার্যালয়ে এক দল দুর্বৃত্ত ভাঙচুর করে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় জামায়াত নেতা মজিবুর রহমান ভূঁইয়ার প্রতিষ্ঠিত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদরাসার একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। 

বাসে আগুন দেওয়ার পর একই সময়ে শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়ে জামায়াত সমর্থক নাছির উদ্দিনের মুদি দোকান, পাশের জামায়াত কার্যালয়, ধনিজকরায় জামায়াত কার্যালয়সহ কয়েকটি দোকান ও কালিকাপুর ইউনিয়নের সমেশপুরেও জামায়াতের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় একটি মুদি দোকান। সোমবার দুপুরে ধনিজকরায় জামায়াত ও বিএনপি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল গাজী, শুভপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, জামায়াতের সমর্থক তাসকিনসহ কয়েকজন আহত হন। 

পরে উপজেলার মুন্সীরহাটেও দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিএনপির হামলায় নিজেদের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন।

তবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিনের দাবি, জামায়াতের নেতাকর্মীরা নিজেরাই তাদের কার্যালয়ে আগুন দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝