সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন। গত তিনদিন ধরে যমুনা পাড়ের এ জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে বইছে মৃদু শৈত প্রবাহ ও ঘন কুয়াশা। সোমবার (৫ জানুয়ারি) সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শীতে কাহিল হয়ে পড়েছে শিশু ও বয়স্ক মানুষেরা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ। বিশেষ করে শিশুরা ঠান্ডা জনিত সর্দি-কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। এছাড়াও বয়স্ক মানুষও এজমাসহ নানা শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে। শীতে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও ছিন্নমূল মানুষ। এছাড়া ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
এদিকে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ডার্ক টু হোপ/এসএইচ