Publish: Sunday, 4 January, 2026, 3:24 PM

রাজশাহীর বাঘায় পদ্মার চরে দরজা ভেঙে ঘরে ঢুকে সোহেল রানা নামের এক ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সোহেল রানার স্ত্রী স্বাধীনা খাতুন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার গ্রামের চরে এই ঘটনা ঘটেছে।
সোহেল রানা পলাশিফতেপুর করালি নওশারার গ্রামের চরের কালু মন্ডলের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শনিবার রাত ১টার দিকে সোহেল রানার ঘরের টিনের দরজা ভেঙে ঢোকেন কয়েকজন দুর্বৃত্ত। ঘরে ঢুকেই তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। দুর্বৃত্তরদের গুলিতে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বাধীনা খাতুন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসক হুমাইরা খাতুন সোহেল রানাকে মৃত ঘোষণা করা করেন। তবে হাতের আঙ্গুলে গুলিতে আহত স্ত্রী স্বাধীনা খাতুনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে করা হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে আহত স্বাধীনা খাতুন বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২টার পরে টিনের দরজা ভেঙে একদল লোক ঘরের ভেতরে ঢোকে। ঢুকেই তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় আমার স্বামীকে কোম্বলের ভেতরে লুকিয়ে রেখেও বাঁচাতে পারিনি।’
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডার্ক টু হোপ/এসএইচ