Publish: Sunday, 4 January, 2026, 12:06 AM

সুন্দরবন সংলগ্ন একটি রিসোর্ট এলাকা থেকে দুই পর্যটকসহ এক রিসোর্ট মালিককে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের ঘাগরামারী টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখ থেকে তাদের অপহরণ করা হয়।
সুন্দরবন ইকো রিসোর্টের ডিএমডি মো. রেজোয়ান উল হক মিঠু জানান, ঢাকা থেকে আসা ছয়জন পর্যটককে নিয়ে গোলকানন রিসোর্টের মালিক নৌকাযোগে শুক্রবার বিকেলে সুন্দরবনের একটি খালে প্রবেশ করেন। সন্ধ্যার কিছু আগে রিসোর্টে ফেরার সময় বনদস্যুরা নৌকা থেকে তিনজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বাকি চারজনকে ছেড়ে দেওয়া হয়।
অপহৃত দুই পর্যটকের নাম মো. সোহেল ও মো. জনি। অপহৃত রিসোর্ট মালিকের নাম শ্রীপতি বাছাড়।
শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত অপহৃত তিনজন এখনও বনদস্যুদের কব্জায় রয়েছে। রেজোয়ান উল হক আরও জানান, জিম্মি থাকা রিসোর্ট মালিক ও দুই পর্যটকের কাছ থেকে বনদস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে।
জানা গেছে, শুক্রবার নারী-পুরুষসহ চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ভ্রমণে আসেন। ওইদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘গোলকানন’ রিসোর্টে ওঠেন। পরে বিকেলে রিসোর্টটির মালিক শ্রীপতি বাছাড়সহ মোট সাতজন পর্যটক নৌকাযোগে বনের কেনুয়ার খালে ঘুরতে যান।
এ বিষয়ে বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। তবে, কোনো দস্যু বাহিনী ওই পর্যটকদের অপহরণ করেছে কি না তা নিশ্চিত করে জানতে পারেননি।
খুলনার দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা চলছে।
ডার্ক টু হোপ/এসএইচ