শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫,
৬ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
জাতীয়
দেশে পৌঁছেছে হাদির মরদেহ
নিউজ ডেস্ক
Publish: Friday, 19 December, 2025, 6:41 PM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহন করা বিমানটি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। লাল-সবুজরে পতাকায় মোড়ানো কফিনে তাকে আনা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ৫টা ৫৪ মিনিটে হাদির মরদেহ বহন করা বিমানটি অবতরণ করে। 

মরদেহ পৌঁছানোর পর সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। যেখানে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ওসমান হাদিকে রাখা হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে জনতা সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবে এবং শহীদ ওসমান হাদিকে শ্রদ্ধা জানাবে। 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেন শহীদ ওসমান বিন হাদি। তার মৃত্যুতে শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও শোক পালন করা হয়েছে।

প্রসঙ্গত, ওসমান হাদি ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

পুলিশের ধাক্কায় মোটরসাইকেল উল্টে ট্রাকের নিচে, ২ তরুণ নিহত
মাগুরায় ভূমি কার্যালয়ে আগুন: ৩ আসামি গ্রেপ্তার
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসছে শনিবার
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-আগুন: সম্পাদক পরিষদ-নোয়াবের নিন্দা
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝