মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫,
৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক
মক্কা থেকে মদিনার যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৪২ ভারতীয় নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 17 November, 2025, 12:35 PM

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী।

স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে এই ঘটনাটি ঘটে ৷

বাসে থাকা ভারতীয়দের মধ্যে অধিকাংশই হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গেছে ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ এক্স হ্যান্ডেলে করা পোস্টে তিনি জানান, দুর্ঘটনার কবলে পড়া ভারতীয়দের রিয়াধের দূতাবাসের তরফে সব রকমের সাহায্য করা হচ্ছে ৷

গাল্ফ নিউজ জানিয়েছে দুর্ঘটনায় মৃতদের মধ্যে ১১ জন মহিলার পাশাপাশি ১০টি শিশুও আছে ৷ তবে এ বিষয়টি এখনও প্রশাসনের তরফে সরকারিভাবে জানানো হয়নি ৷

বাস দুর্ঘটনার খবর পেয়ে তেলেঙ্গানায় প্রশাসনিক তৎপরতা চোখে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্থ রেড্ডি ৷ মুখ্যসচিব রামকৃষ্ণ রাও দিল্লিতে কর্মরত তেলেঙ্গানার রেডিন্সিয়াল কমিশনার গৌরব উপলকে নির্দেশ দিয়েছেন দুর্ঘটনার বিষয় বিস্তারিত জানতে ৷

হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, হায়দ্রাবাদের দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন৷ সৌদি আরবে ভারতীয় কর্তৃপক্ষকেও ওই বাসে থাকা যাত্রীদের তালিকা পাঠিয়েছেন৷ পরে জেড্ডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনা সম্পর্কিত তথ্য এবং মৃত ও আহতদের পরিবারের সহায়তায় চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ চালু হয়েছে একটি হেল্পলাইন নম্বর৷ সেটি হল ৮০০২৪৪০০০৩৷ স্বজনহারাদের খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর হল- ৭৯৯৭৯ ৫৯৭৫৪ এবং ৯৯১২৯ ১৯৫৪৫।

ওয়াইসি জানিয়েছেন, ৪২ জন তীর্থযাত্রী বাসে করে মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন৷ রিয়াদের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু মাথেন জর্জের সঙ্গে কথা বলেছি৷ তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি গোটা ঘটনা সম্পর্কে খোঁজ নিচ্ছেন৷ নিহতদের দেহ ফেরানোর ব্যবস্থা করা এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারকেও অনুরোধ করেছেন হায়দ্রাবাদের সাংসদ৷

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মারা গেছেন সাবেক সংসদ সদস্য মতিউর রহমান
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর, নিজাম হাজারীর বাড়িতে আগুন
গভীর রাতে রামপুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
পটুয়াখালী কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘে প্রস্তাব পাস, হামাসের প্রত্যাখ্যান
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝