বরগুনা-৩ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মতিউর রহমান তালুকদার মারা গেছেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মতিউর রহমান তালুকদার। সবশেষ বুকে ব্যথাজনিত কারণে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মতিউর রহমান তালুকদার। পরে ২০০১ সালে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। পরে জাতীয়তাবাদী দলের হয়ে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন তিনি।
ডার্ক টু হোপ/এসএইচ