Publish: Tuesday, 18 November, 2025, 8:02 AM

পটুয়াখালীতে কারাগারে অসুস্থ হয়ে বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) মৃত্যুবরণ করেছেন।
গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১১ নভেম্বর ডেভিল হান্ট অভিযানে ওই ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।
কারাগার সূত্র জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর হাসপাতাল চত্বরে সাময়িক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক তারেক রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
ডার্ক টু হোপ/এসএইচ