রবিবার, ১৬ নভেম্বর ২০২৫,
২ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় জাতিসংঘে ভোট সোমবার
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 15 November, 2025, 1:37 PM

গাজা শান্তি পরিকল্পনা অনুমোদন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) ভোট হতে যাচ্ছে। এই প্রস্তাবটি ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ দুই বছরের যুদ্ধ অবসানের জন্য দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রস্তাবনার বিকল্প হিসেবে রাশিয়াও একটি খসড়া প্রস্তাব পরিষদে পেশ করেছে। খবর এএফপির। 

মার্কিন প্রস্তাবের খসড়ায় গাজায় অন্তর্বর্তীকালীন শাসন সংস্থা ‘বোর্ড অফ পিস‘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। যার ম্যান্ডেট থাকবে ২০২৭ সালের শেষ পর্যন্ত। প্রেসিডেন্ট ট্রাম্প এই বোর্ডের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এতে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের অনুমোদন চাওয়া হয়েছে, যা গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণে সহায়তা করবে। এই খসড়ায় ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনার কথাও উল্লেখ রয়েছে।

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, সৌদি আরব, তুরস্কসহ একাধিক গুরুত্বপূর্ণ দেশ যৌথ বিবৃতিতে এই মার্কিন প্রস্তাব দ্রুত গ্রহণের আহ্বান জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই প্রস্তাব সমর্থন করতে অস্বীকার করার অর্থ হলো ‘হামাস সন্ত্রাসীদের অব্যাহত শাসনকে সমর্থন করা‘, বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিরে যাওয়া’।

অন্যদিকে, রাশিয়ার বিকল্প খসড়া প্রস্তাবে ট্রাম্পের নাম উল্লেখ না করেই যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হয়েছে। তবে এটি 'বোর্ড অফ পিস' প্রতিষ্ঠা বা তাৎক্ষণিক আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন দেয়নি। রুশ মিশন জানিয়েছে, তাদের প্রস্তাবটি ‘দুই-রাষ্ট্র সমাধানের’ নীতির স্বীকৃতি দিয়েছে, যা মার্কিন খসড়ায় যথেষ্ট গুরুত্ব পায়নি।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পরিষদের সদস্যরা শান্তি পরিকল্পনার নীতিগত দিকগুলি সমর্থন করলেও মার্কিন প্রস্তাবের তদারকি প্রক্রিয়ার অভাব এবং আন্তর্জাতিক বাহিনীর ম্যান্ডেট সংক্রান্ত বিশদ বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েল
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
এননটেক্সের খেলাপি ঋণ আদায়ে জনতা ব্যাংকের মামলা
ফুসফুসের সংক্রমণ সুরক্ষায় যা করণীয়
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝