মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষ। বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ মাসে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মে মাসের মাঝামাঝি তার প্রতি অসন্তুষ্ট মানুষের হার ছিল ৫২ শতাংশ।
তবে, ট্রাম্পকে সমর্থন করেন এমন মার্কিন নাগরিকের হার ৪০ শতাংশেই স্থিতিশীল রয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে ১২০০ প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতামত নিয়ে অনলাইনে ৬ দিনব্যাপী জরিপটি পরিচালিত হয়।
জরিপে দেখা যায়, আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেশি।
ডার্ক টু হোপ/এসএইচ