রবিবার, ১৬ নভেম্বর ২০২৫,
২ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক
গ্রেপ্তার ও বিচার থেকে পাকিস্তানের সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 15 November, 2025, 2:15 PM

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নতুন ক্ষমতা ও বিশেষ সুবিধা দিতে ২৭তম সংবিধান সংশোধনী পাস করেছে দেশটির পার্লামেন্ট, যা রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয়। সমালোচকরা বলছেন, এ পদক্ষেপ পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থাকে আরও স্বৈরতান্ত্রিকতার দিকে এক ধাপ ঠেলে দেবে।

নতুন সংশোধনীর ফলে ২০২২ সালের নভেম্বর থেকে দায়িত্ব পালনকারী সেনাপ্রধান এখন নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন। তার ফিল্ড মার্শাল পদবি ও সুবিধা আজীবন বহাল থাকবে এবং অবসর পরবর্তী সময়েও রাষ্ট্রপতির নির্দেশে তিনি সরকারি দায়িত্ব পালন করবেন। বিশ্লেষকদের মতে, এটি পাকিস্তানে সামরিক প্রভাব আরও পাকাপোক্ত করবে।

ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, ‘এটি পাকিস্তানের হাইব্রিড শাসনের অবসান নির্দেশ করে এবং দেশ এখন পোস্ট-হাইব্রিড ব্যবস্থায় প্রবেশ করেছে।’ তার মতে, বেসামরিক-সামরিক ক্ষমতার ভারসাম্য এখন অসামঞ্জস্যপূর্ণ।

স্বাধীনতার পর থেকে পাকিস্তানে সামরিক বাহিনী নিয়মিতভাবে রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। কখনও অভ্যুত্থানের মাধ্যমে সরাসরি ক্ষমতা দখল, আবার অনেক সময় পর্দার আড়াল থেকে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ, দুইভাবেই দেশটি সামরিক হস্তক্ষেপের দীর্ঘ ঐতিহ্য বহন করে। মোশাররফ ও জিয়া-উল-হকের সময় দেশ একাধিকবার অস্থিরতার মুখে পড়েছিল।

সংশোধনীতে একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি) গঠনের ঘোষণা দেয়া হয়েছে। এই আদালত সাংবিধানিক প্রশ্নে চূড়ান্ত রায় দেবে এবং বিচারপতিদের সরাসরি রাষ্ট্রপতি নিয়োগ করবেন। সমালোচকদের মতে, এটি বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে ফেলবে।

মানবাধিকার কমিশনের সহ-সভাপতি ও সাংবাদিক মুনিজা জাহাঙ্গীর বলেন, ‘বিচারকের নিয়োগ, বেঞ্চ গঠন থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত সব জায়গায় নির্বাহী বিভাগের প্রভাব বাড়ানো হয়েছে। এতে ন্যায্য বিচারের আশা কমে গেল।’

বিচার বিভাগে চাপ ও উদ্বেগ
সংশোধনী পাস হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পদত্যাগ করেন। বিচারপতি আতহার মিনাল্লাহ’র অভিযোগ, যে সংবিধান রক্ষার শপথ নিয়েছিলাম, তা আজ আর নেই” অন্য বিচারপতি মনসুর আলী শাহ অভিযোগ করেন, ২৭তম সংশোধনী সুপ্রিম কোর্টকে টুকরো টুকরো করে ফেলেছে।

নতুন নিয়মে বিচারকদের মতামত ছাড়াই বিভিন্ন আদালতে বদলি করা যাবে। বদলিতে অস্বীকৃতি জানালে তাদের অবসর নিতে হতে পারে। অনেক আইনজীবী উদ্বেগ প্রকাশ করে বলছেন, এটি বিচারকদের ওপর চাপ সৃষ্টি করবে এবং সরকার-বিরোধী অবস্থান নিলে বদলির ভয় দেখানো হতে পারে।

তবে সরকার বলছে, এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীর প্রশাসনিক কাঠামোকে আধুনিক করে তুলবে এবং সাংবিধানিক মামলাকে অন্য আদালত থেকে পৃথক করার ফলে মামলার জট কমবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মনে করেন, এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে।

সূত্র: বিবিসি

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বিক্ষোভে উত্তাল মেক্সিকো, প্রেসিডেন্ট ভবনে ঢোকার চেষ্টা
গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েল
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝