২১ বছর বয়সী ফিল ফোডেন ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে ফেরানো হয়েছে। এই দুজনের জন্য এটি অনেকদিন পর জাতীয় দলে ফিরে আসা হলেও তাদের ফর্ম নিয়ে শঙ্কা কিছুটা থাকলেও তাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ টুখেল।
এদিকে, ভালো ছন্দে থাকা ব্রাইটন ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক, যিনি প্রিমিয়ার লিগের পাঁচ ম্যাচের চারটিতে ছয় গোল করেছেন, সত্ত্বেও তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে, চোট কাটিয়ে মাঠে ফিরলেও রিয়াল মাদ্রিদের ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি, তাই তাকে ডাকা হয়নি।
মৌসুমের শুরুতে ফর্মে না থাকলেও, ম্যানচেস্টার সিটির প্লেমেকার ফিল ফোডেন সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে ফিরেছেন। অন্যদিকে, ২০২৩ ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জয়ের দলের সদস্য বোর্নমাউথ মিডফিল্ডার অ্যালেক্স স্কটও ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন।
ইংল্যান্ড ২০২৬ বিশ্বকাপের জন্য বাছাই পর্বে প্রথম ছয় রাউন্ডেই জয়ী হয়ে ১৮ পয়েন্ট নিয়ে 'কে' গ্রুপের শীর্ষে অবস্থান করছে। আগামী ১৩ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচটি খেলবে ইংল্যান্ড। এরপর ১৬ নভেম্বর আলবেনিয়ায় তাদের পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল-
গোলকিপার: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড ও নিক পোপ।
ডিফেন্ডার: ড্যান বার্ন, মার্ক গুয়েহি, রিচি জেমস, এজরি কোন্সা, নিকো ও’রিলি, জারেল কুয়ানসাহ, ডিজেড স্পেন্স ও জন স্টোনস।
মিডফিল্ডার: এলিয়ট এন্ডারসন, জুড বেলিংহ্যাম, জর্ডান হেন্ডারসন, ডেক্লান রাইস, মরগান রজার্স, অ্যালেক্স স্কট এবং অ্যাডাম ওয়ার্টন।
ফরোয়ার্ড: জারড বোয়েন, এবারেচি এজে, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, মার্কাস রাসফোর্ড ও বুকায়ো সাকা।
ডার্ক টু হোপ/এসএইচ