চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দলটির ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেন জোড়া গোল করেছেন। রাতের ওপর ম্যাচে ঘরের মাঠে কায়রাত আলমাতির বিপক্ষে ২-১ গোলের কষ্টের জয় পেয়েছে গত আসরের রানার্সআপ ইন্টার মিলান।
বুধবার (৫ নভেম্বর) রাতে ইতিহাদে স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় পেপ গার্দিওলার দল। ম্যাচের ২২ মিনিটে ফোডেন ও ২৯ মিনিটে আর্লিং হালান্ড গোল করেন। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফোডেন ব্যবধান ৩-০ করে ফেলেন। ৭২ মিনিটে ওয়াল্ডেমার এন্টন ব্যবধান কমান। যোগ করা সময়ে জালে বল পাঠান রায়ান ছের্কি।
ইন্টার মিলান ঘরের মাঠ সানসিরোতে প্রথমার্ধের শেষ সময়ে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে। লওতারো মার্টিনেজ গোল করেন। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কায়রাতকে সমতায় ফেরান অর্ফি আরাদ। ৬৭ মিনিটে ইন্টারের ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস আগুয়েস্তো গোল করে ইন্টারকে জয় এনে দেন।
রাতের ওপর ম্যাচে বায়ার লেভারকুসেন ১-০ গোলে বেনফিকাকে হারিয়েছে। ১-০ গোলে মার্সেই হেরেছে ইতালির ক্লাব আটালান্টার কাছে। অ্যাথলেটিকো বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। ক্লাবটির হয়ে বার্ন ও জোয়েলিনটন জালে বল পাঠান।
ডার্ক টু হোপ/এসএইচ