শনিবার, ৮ নভেম্বর ২০২৫,
২৪ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৮ নভেম্বর ২০২৫
খেলাধুলা
যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্তে বিসিবি
স্পোর্টস ডেস্ক
Publish: Friday, 7 November, 2025, 1:31 AM

একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন বাংলাদেশের সাবেক নারী ক্রিকেট অধিনায়ক জাহানারা আলম। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে অভিযোগ তোলার পর এবার যৌন হয়রানির অভিযোগ এনেছেন। 

জাহানারার দাবি ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে অশালীন প্রস্তাব পেয়েছিলেন। মানসিক স্বাস্থ্যের কারণে বর্তমানে ক্রিকেট থেকে বিরতি নেওয়া এবং অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা দাবি করেছেন, সাবেক পেসার ও তৎকালীন নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে এমন অশালীন প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় জাতীয় দলে নিজের সেরাটা দেখানোর সুযোগ থেকেও তিনি বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তার।

জাহানারা আরও বলেন, প্রয়াত তৌহিদ মাহমুদও তাকে একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নারী উইংয়ের সাবেক চেয়ারম্যান নাদেল চৌধুরী বিষয়টি জানলেও মঞ্জুরুলকে থামাতে পারেননি। আর বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি।

জাহানার সর্বশেষ এসব অভিযোগগুলো করেছেন একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে। এর প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নড়েচড়ে বসেছে। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নারী দলের সাবেক এক সদস্যের করা অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা সেখানে বলেছেন, বিষয়টি সংবেদনশীল হওয়ায় অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

বিসিবি জানায়, খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। এমন ধরনের অভিযোগকে বিসিবি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত চলাকালে যাতে কোনও প্রভাব না পড়ে তাই সংশ্লিষ্ট সবাইকে গণমাধ্যমসহ গুজব বা অনুমানের ভিত্তিতে মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিসিবি। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য প্রত্যাহার
নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সাপের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝