বলিউড অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী ও সুজান খানের মা মারা গেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেরিন খান। তার বয়স হয়েছিল ৮১ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন জেরিন খান। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মারা যান তিনি। এসময় তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা।
বরেণ্য অভিনেতা সঞ্জয় ও অভিনেত্রী জেরিনের প্রথম দেখা হয় একটি বাসস্ট্যান্ডে। এর কিছুদিন পরই তারা প্রেমের সম্পর্কে জড়ান। ১৯৬৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এ দম্পতির চার সন্তান। তারা হলেন—সুজান খান, সিমোন আরোরা, ফারাহ আলী খান ও জায়েদ খান।
সঞ্জয় খানেরর জীবনী শক্তি ছিলেন জেরিন খান। ফলে নানা ঝড়ের মাঝেও তাদের বন্ধন স্থায়ী হয়েছে। ১৯৯০ সালে ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে পরিচালক সঞ্জয় খানের শরীর গুরুতরভাবে পুড়ে যায়।
জেরিন খান বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে—‘তেরে ঘর কে সামনে’, ‘এক ফুল দো মালি’ প্রভৃতি। পরে অভিনয় থেকে সরে গিয়ে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করেন। ‘ফ্যামিলি সিক্রেটস: খান ফ্যামিলি কুকবুক’ নামে একটি বইও রচনা করেছেন জেরিন খান।
জেরিন-সঞ্জয় দম্পতির চার সন্তান সুজান খান এবং জায়েদ খান, ফারাহ খান আলি এবং সিমোন আরোরা। সুজান খান হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী।
ডার্ক টু হোপ/এসএইচ