শনিবার, ৮ নভেম্বর ২০২৫,
২৪ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৮ নভেম্বর ২০২৫
শিক্ষা
এপ্রিলের শেষে হবে এসএসসি পরীক্ষা, সিলেবাস পুনর্বিন্যাস হচ্ছে
নিউজ ডেস্ক
Publish: Saturday, 8 November, 2025, 8:06 AM

আগামী বছরের এসএসসি পরীক্ষা হবে এপ্রিলের শেষে। আগের শিক্ষাক্রম বাতিল হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের জন্য সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, নির্দিষ্ট সময়ে সিলেবাসের পাঠদান শেষ করা যাবে।

গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর বাতিল করা হয় আওয়ামী লীগ সরকারের নতুন শিক্ষাক্রম। বাতিল হওয়া ওই শিক্ষাক্রম নিয়ে ছিল নানা সমালোচনা।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, এ বছর ২০১২ সালের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলেছে। তবে এবার যারা এসএসসি পরীক্ষা দেবে তারা নবম শ্রেণিতে পড়েছে বাতিল হওয়া শিক্ষাক্রম। ফলে দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য এবার সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে।

অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আরও বলেন, এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষে অনুষ্ঠিত হবে। আর স্কুলগুলোতে নির্বাচনী পরীক্ষা নিতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে। জানুয়ারিতে হবে ফরম পূরণ।

এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর কবিরের সঙ্গ কথা বলে জানা যায়, সিলেবাস পুনর্বিন্যাস করায় ভাল হয়েছে। নির্দিষ্ট সময়েই সিলোস শেষ করা যাচ্ছে।

২০২৭ সাল থেকে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হতে পারে বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য প্রত্যাহার
নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সাপের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝