শনিবার, ৮ নভেম্বর ২০২৫,
২৪ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৮ নভেম্বর ২০২৫
বিনোদন
নতুন নতুন সম্পর্ক থেকে অনেক কিছু শেখা যায় : মিথিলা
বিনোদন ডেস্ক
Publish: Monday, 3 November, 2025, 8:01 AM

বাংলাদেশের বিনোদন অঙ্গনের মেধাবী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি জীবনের সম্পর্ক ও অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন- জীবনের প্রতিটি সম্পর্ক মানুষকে নতুন কিছু শেখায়, গড়ে তোলে আরও পরিণতভাবে ভাবতে ও বুঝতে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা বলেন, আমার মনে হয়, প্রত্যেক মানুষই সম্পর্ক থেকে অনেক কিছু শেখে। সেটা হতে পারে বাবা-মায়ের সঙ্গে, সন্তানের সঙ্গে, বন্ধুর সঙ্গে কিংবা জীবনের সঙ্গীর সঙ্গে- প্রতিটি সম্পর্কের ভেতরেই শেখার সুযোগ আছে।

তিনি বলেন, সন্তানের সঙ্গে সম্পর্ক থেকেও শেখার অনেক কিছু রয়েছে। “আমরা অনেক সময় ভাবি, ছোট শিশুরা কিছু বোঝে না, কিন্তু আসলে তাদেরও নিজস্ব মতামত থাকে। আমি চাই না আমার মেয়ে আমাকে নিয়ন্ত্রণ করুক, আবার আমিও ওকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাই না। সম্পর্কটা বোঝাপড়া ও বন্ধুত্বের হোক- এটাই আমার বিশ্বাস।

মিথিলার বক্তব্যে স্পষ্ট, তিনি সম্পর্ককে শুধু আবেগের জায়গা নয়, বরং আত্মবিকাশের এক প্রক্রিয়া হিসেবে দেখেন। তার মতে, বোঝাপড়া, সম্মান ও স্বাধীনতার জায়গা তৈরি করতে পারলেই সম্পর্ক টিকে থাকে সুন্দরভাবে।

যদিও সাক্ষাৎকারে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, মিথিলা সে বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে তার এই বক্তব্য নতুন প্রজন্মের কাছে এক ভিন্ন বার্তা দেয়- সম্পর্ক মানেই শুধু আবেগ নয়, শেখা, বেড়ে ওঠা ও নিজেকে জানার এক অবিচ্ছেদ্য অধ্যায়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য প্রত্যাহার
নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সাপের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝