জোটগতভাবে ভোটে অংশগ্রহণ করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও) জারি করেছে সরকার। 
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়। 
জোট করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করা নিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে তাদের আপত্তির কথা তুলে ধরে।
এরপর বিষয়টি বাদ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তখন এই সংশোধনের পক্ষে অবস্থান নেয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেষ পর্যন্ত ওই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো।
ডার্ক টু হোপ/এসএইচ