রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ
কুমিল্লায় নিজ বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
Publish: Friday, 17 October, 2025, 11:50 PM

কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার দ্বিতীয় তলার ডানপাশের ফ্ল্যাট থেকে খাটের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেসকোর্স মজুমদার ভিলায় একাই বসবাস করতেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ, র‍্যাব ও পিবিআই। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে লাশটি একদিন পূর্বের এবং গলাকাটা। মরদেহে শরীরে কিছুটা পচন ধরেছে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে রেসকোর্সে মায়ের সঙ্গে থাকতেন তিনি।

গত চার থেকে পাঁচ দিন আগে তার মা নোয়াখালীতে চিকিৎসার জন্য যান। এসময় তিনি একাই বাসায় ছিলেন। তার তিন মেয়ের মধ্যে একজন ইউরোপে স্বামীর সঙ্গে থাকেন। আরেকজন বিবাহসূত্রে নোয়াখালীতে বসবাস করেন। আর তানজিনা আক্তার নামে আরেক মেয়ে রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।

মেয়ে তানজিনা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে ফোন করলে পাওয়া যায়নি। পরে নিজেই বাসায় এসে দরজা খুলে দেখতে পান মায়ের অনুপস্থিতি। খাটের নিচে রক্ত দেখে তিনি হকচকিয়ে থাকেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের ভাতিজা মো. মাসুদ বলেন, ‘গতকাল সকালে আমার সঙ্গে ফুফুর কথা হয়েছিল। আজ শুনছি ফুফু মারা গেছে। খাটের নিচে লাশটি কীভাবে গেল, এটি নিশ্চয়ই হত্যাকাণ্ড।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ডের সম্ভাবনা হিসেবে ধরা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পরই চূড়ান্ত তথ্য জানা যাবে।

ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনার কারণ নির্ণয় এবং তদন্তে তৎপর রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ডিএসইতে কমেছে সূচক, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যেসব দেশের নাগরিক
কলেজের পাশে ময়লার ভাগার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝