ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি
Publish: Thursday, 16 October, 2025, 2:00 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন (৫৮)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাতে শাহাদাত ছাড়াও দলটির ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তালবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওবায়দুল কাদেরের ভাইকে গ্রেপ্তারের বিষয়টি একটি মাধ্যমে শুনেছি। তবে কবে কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে- এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি।
এ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: