শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
Publish: Sunday, 5 October, 2025, 5:55 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিরুদ্ধে ঢাকায় তিনটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে শরীয়তপুর-১ আসন থেকে এমপি হন। পুনরায় দ্বিতীয়বার ২০১৪ সালে নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: