Publish: Thursday, 16 October, 2025, 9:57 AM

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, কারাগারে থাকার সময় সঠিক চিকিৎসা না পাওয়ায় বারবার অসুস্থ হয়ে পড়ছেন খালেদা জিয়া।
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে ভর্তি করার সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ডের সদস্যরা।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার তাঁর কয়েকটি পরীক্ষা হবে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানান ডা. জাহিদ।
বেগম খালেদা জিয়া হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন জানিয়ে ডা. জাহিদ বলেন, দীর্ঘদিন স্বাভাবিক চিকিৎসা না পাওয়ায় মাঝে মাঝেই তাঁর অবস্থার অবনতি হয়।
দুয়েকদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকেরা।
ডার্ক টু হোপ/এসএইচ