রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ
নিভেছে পোশাক কারখানার আগুন, কেমিক্যাল গোডাউন নিয়ে শঙ্কা
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 15 October, 2025, 7:51 AM

ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের শিয়ালবাড়ির পোশাক কারখানার আগুন। তবে ১৪ ঘণ্টার পর এখনো কেমিক্যালের গোডাউনটির ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া। ফলে সেটির আগুন নিয়ে শঙ্কা রয়েই গেছে।

এসব কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেছেন, গোডাউনটির ভেতরে থাকা কেমিক্যাল থেকে আবারও আগুন লাগার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

‎জাহেদ কামাল বলেন, ‘গোডাউনের আগুন নিভলেও ভেতরে কেমিক্যাল থাকায় এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। কেমিক্যাল থেকে লাগা আগুন অন্য আগুনের মতো দ্রুত নেভে না। এক্ষেত্রে সময় লাগতে পারে। কেমিক্যাল দুর্ঘটনায় সবসময় প্রটোকল মেনে কাজ করতে হয়। আগামীকাল বুয়েটের প্রতিনিধি দল ঘটনাস্থলে এলে বিস্তারিত বলা যাবে।’

‎তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার প্রচার ও নির্দেশনা দেওয়ার পরও কেমিক্যাল গুদাম স্থাপনের বিষয়ে সতর্কতা মানছে না কেউ। এ ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। ভবনটির কাঠামো দেখে মনে হচ্ছে, বিল্ডিং কোড অনুসরণ করেনি তারা।

এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে আগুন আগে কেমিক্যাল গোডাউনে। পরে তা পাশের পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ওই কারখানার ১৬ জন শ্রমিক ধোঁয়ায় অজ্ঞান হয়ে এবং পরে দগ্ধ হয়ে মারা যান।

নিহত ১৬ শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। পুড়ে অঙ্গার হওয়ায় তাদের মুখ দেখে পরিচয় শনাক্ত সম্ভব নয়। ফলে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ডিএসইতে কমেছে সূচক, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যেসব দেশের নাগরিক
কলেজের পাশে ময়লার ভাগার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝