রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ
৫ ঘণ্টা পর ময়মনসিংহ-ঢাকা পথে যান চলাচল স্বাভাবিক, বন্ধ ইউনাইটেড-সৌখিন বাস
ময়মনসিংহ ব্যুরো
Publish: Saturday, 11 October, 2025, 9:02 PM

জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও ময়মনসিংহের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ময়মনসিংহ-ঢাকা পথে চলাচলকারী ইউনাইটেড সার্ভিস ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম শনিবার বিকালে সাংবাদিকদের বলেন, “ঢাকা-ময়মনসিংহ পথে ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের সিদ্ধান্তের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের চলা পাল্টাপাল্টি কর্মসূচি প্রত্যাহার হয়েছে। কিন্তু নিজেদের মধ্যে সমস্যার কারণে দুটি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।”

পরিবহনশ্রমিকরা আবু রায়হান নামের এক জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করেছেন—এমন অভিযোগে এনসিপি নেতাকর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে শহরের মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে পরিবহনশ্রমিকরা পাল্টা অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টা থেকে এনসিপির নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা জেলার ইউনাইটেড গাড়ির কাউন্টারে তালা দিয়ে অবস্থান শুরু করেন। জেলা প্রশাসক ও পুলিশ গিয়ে আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ওই সময় জুলাইযোদ্ধার সঙ্গে খারাপ আচরণ করা এক শ্রমিককে পুলিশ আটক করে। এরপরও চার দফা দাবিতে অবস্থান অব্যাহত রাখেন এনসিপি নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাসকান্দা বাস টার্মিনালের ঢাকাগামী ইউনাইটেড বাস কাউন্ডারের সামনে চাদর পেতে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের পেছনে ব্যানারে ছিল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক ও জুলাই আন্দোলনের শহীদ রিদোয়ান হোসেন সাগরের ছবি। ব্যানারে লেখা ছিল, শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ময়মনসিংহের আত্মস্বীকৃত গডফাদার আমিনুল হক (শামীম)-এর মালিকানাধীন সব পরিবহন বন্ধসহ অনতিবিলম্বে গ্রেপ্তার দাবিতে অবস্থান ধর্মঘট।

এদিকে দুপুর ১২টা থেকে ময়মনসিংহ-ঢাকা সড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় পরিবহনশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ কয়েক কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। পরে প্রশাসন ও মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ দফায় দফায় আলোচনা করে আমিনুল হক পরিচালিত ১৬টি ইউনাইটেড বাস বন্ধের সিদ্ধান্ত জানালে বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ডিএসইতে কমেছে সূচক, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যেসব দেশের নাগরিক
কলেজের পাশে ময়লার ভাগার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝