Publish: Tuesday, 7 October, 2025, 8:01 AM

খুলনায় ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট এলাকায় তাঁকে গুলি করা হয়।
জানা গেছে, নিহত যুবকের দুটি সন্তান রয়েছে এবং তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। গত তিন দিন ধরে হত্যাকারীরা ইমরানকে হত্যার উদ্দেশ্যে খুঁজছিল। ঘটনার দিন তাঁকে পেয়ে মাথায় গুলি করে পালিয়ে যায়।
নিহতের স্ত্রী জান্নাতি জানান, ‘আমার স্বামী ইট-বালুর ব্যবসা করত। তার অনেক শত্রু ছিল।’
খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, ‘দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, নিহত ইমরান মুন্সি খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’-এর সক্রিয় সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে অপর শীর্ষ সন্ত্রাসী ‘পলাশ গ্রুপে’র সদস্যরা হত্যা করেছে।
ডার্ক টু হোপ/এসএইচ