Publish: Sunday, 5 October, 2025, 8:35 PM

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অস্থায়ী সেনা ক্যাম্পের ছাদে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনাসদস্য মো. আরিফ হাসান (২৭) ও সেনা ক্যাম্পের ধোপা হাসিব খান (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ পর সেনাসদস্য আরিফ এগিয়ে এসে তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি দিলে পুরো ঘটনা জানানো যাবে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ হয়ে এই ঘটনা ঘটেছে।
ডার্ক টু হোপ/এসএইচ